শেখ মুজিবুর রহমান ভালো ফুটবল খেলতেন। গোপালগঞ্জ মিশন স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলেন তিনি। তাঁর বাবা শেখ লুৎফর রহমানও ভালো খেলোয়াড় ছিলেন। শেখ মুজিবের ফুটবল টিমের সঙ্গে তাঁর বাবার টিমের যখন খেলা হতো, তখন সবাই খুব উপভোগ করতেন। ১৯৪০ সালের প্রায় সব খেলায় শেখ মুজিবের টিমের কাছে পরাজিত হয় তাঁর বাবার টিম। বছরের শেষ খেলা ‘এ জেড খান শিল্ডে’র ফাইনালে পাঁচ দিন ড্র হয়। একপর্যায়ে শেখ মুজিবকে তাঁর বাবা জানান, পরের দিনই আবার খেলতে হবে। কিন্তু মিশন স্কুল টিমের খেলোয়াড়রা নিয়মিত খেলে ক্লান্ত ছিল। সবার পায়েই ব্যথা, দুই-চার দিন বিশ্রাম দরকার ছিল। রাজি না হলে মিশন স্কুলের হেডমাস্টারকে খবর দেন তাঁর বাবা। হেডমাস্টার এসে বলেন, ‘মুজিব তোমার বাবার কাছে হার মান, আগামীকাল সকালে খেল, তাদের অসুবিধা হবে।’ তাঁর কথা মেনে পরের দিন খেলে এক গোলের ব্যবধানে হেরে যায় মিশন স্কুল টিম। শেখ মুজিবের বাবার টিমের নাম কী ছিল?


Ans:  অফিসার্স ক্লাব ।


mujib quiz
Follow blog for more answer